কল্যাণী LIC অফিসে বীমা কর্মচারী সমিতির অবস্থান-বিক্ষোভ
মলয় দে নদীয়া:- আজ শেয়ার বাজারে নিয়ে আসা হল এলআইসির শেয়ার। বেসরকারিকরণের পথে একধাপ এগিয়ে গেল ভারতীয় জীবন বীমা নিগম। এই বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদে কল্যাণী জীবন বীমা অফিসের শাখায় বীমা কর্মচারী সমিতির সংগঠনের তরফ থেকে অবস্থান বিক্ষোভ করা হয়। তাদের মূলত দাবি কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক অভাবের জন্য এলআইসির কর্মচারীদের ভবিষ্যৎ অন্ধকার বলে দাবি করা হয় সংগঠনের তরফে। যদিও এলআইসি সূত্রে জানা গেছে মোট মূলধনের মাত্র 10% সরকার গ্রহণ করেছেন, বাকি 90% ই গ্রাহকদের মালিকানা বজায় রয়েছে। সরকারি এই 10 শতাংশের শেয়ারের মধ্যে 3.5 শতাংশ শেয়ার তারা বিক্রি করছেন। এভাবেই শেয়ার হস্তান্তরযোগ্য হয়ে ওঠে তবে এখনো পর্যন্ত 10 শতাংশের বেশি কোনভাবেই মালিকানাস্বত্ব এলআইসি বিক্রি করেনি।
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK… Facebook:- https://www.facebook.com/jagat.chakra… Page:- https://www.facebook.com/Bengal-TV24X… Website:- www.bengaltv24x7.com Mob:- 8777608251