#কল্যাণী গয়েশপুরে ছট পূজোর আগে আবর্জনা পরিষ্কার না হওয়ায় ক্ষোভ#বেঙ্গল টিভি#bengaltv24x7.com

#কল্যাণী গয়েশপুরে ছট পূজোর আগে আবর্জনা পরিষ্কার না হওয়ায় ক্ষোভ#বেঙ্গল টিভি#bengaltv24x7.com

নদীয়ার কল্যাণী গয়েশপুরে ছট পূজোর আগে আবর্জনা পরিষ্কার না হওয়ায় ক্ষোভ পূজো উদ্যোক্তাদের মলয় দে নদীয়া:- ছট পূজোর আগে আবর্জনা পরিষ্কার না হওয়ায় ক্ষোভ পূজো উদ্যোক্তাদের। ঘটনাটি নদীয়ার গয়েশপুর পৌর ১৭ নং ও ১৮ নং ওয়ার্ডের মধ্যস্থল এলাকার। পূজো উদ্যোক্তারা জানান দির্ঘ ৩৫বছর ধরে এখানে ছট পূজো হয়। তা এবছর ও হবে। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। কিন্তু এখনো ওই স্থানের আবর্জনা পরিষ্কার হয়নি। আমরা একবছর অপেক্ষায় থাকি এই পূজোর জন্য। বছরে একবার হয় আমাদের এই পূজো। কিন্তু এরকম নোংরা থাকায় পূজোর পরিবেশ নষ্ট হবে। এমনকি এই আবর্জনার দুর্গন্ধে স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। পৌরসভায় আবেদন করেও এখনো কোন সমাধান হয়নি। কল্যাণী থেকে গয়েশপুর এর প্রবেশ করার এই প্রধান রাস্তার দু’ধারে দীর্ঘ কয়েক বছর যাবৎ গয়েশপুর এর বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে নোংরা আবর্জনা এনে ফেলেছে গয়েশপুর পৌরসভা। আর এই আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ আবর্জনার জলে জন্মাচ্ছে মশা, ছড়াচ্ছে রোগ ব্যাধি। এই রাস্তার পাশেই রয়েছে একটি বিল। এই বিলেই প্রত্যেক বছর ছট পুজোর জন্য জমায়েত হয় গয়েশপুরের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ। কিন্তু এই বিল‌ও নোংরা আবর্জনায় ভরা। এই বিষয়ে গয়েশপুর পৌরসভার পুর প্রশাসক পর্ষদের চেয়ারপারসন সুরজিৎ সরকার বলেন আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখবো। তবে এই আবর্জনা দীর্ঘ কয়েক বছরের। এগুলো সরাতে সময় লাগবে। তবে ছটপূজোর আগেই পরিস্কার হয়ে যাবে।

#কল্যাণী গয়েশপুরে ছট পূজোর আগে আবর্জনা পরিষ্কার না হওয়ায় ক্ষোভ

#বেঙ্গল টিভি

#bengaltv24x7.com

#বেঙ্গল #bengaltv24x7

#bengal

#bengaltv

#nadia

#নদীয়ার

#নদীয়া

#gandhi hospital

#gayespur

#bengaltv24x7.com

#গয়েশপুর

You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK…

Facebook:- https://www.facebook.com/jagat.chakra…

Page:- https://www.facebook.com/Bengal-TV24X…

Website:- www.bengaltv24x7.com

Mob:- 8777608251