কল্যাণী এমসে স্থানীয়দের বাদ রেখে বহিরাগত কর্মী নিয়োগে বিক্ষোভকারীরা আশ্বস্ত হলেন সাংসদদের কথায়
মলয় দে নদীয়া:- কল্যানী এই মসে কর্মী নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের গুরুত্ব না দিয়ে বহিরাগতদের সুযোগ দেওয়ার কারণে আজ সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করে এলাকার বেকার যুবক যুবতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । চিনি আসতেই তাকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভ কারীরা। এরপর দীর্ঘক্ষন আলোচনার মাধ্যমে জগন্নাথ সরকার তাদের বক্তব্য শুনে আস্বস্ত করায় বিক্ষোভ তুলে নেয় যুবক-যুবতীরা। যদিও বিক্ষোভ কারিরা জানায় ১৫দিন দেখবো যদি আমাদের দাবি না মানে বা কাজে নিয়োগ না করে তবে এই গেটের সামনে আমরন অনশন শুরু করবো। প্রায় ৬ঘন্টা পর অবস্হান বিক্ষোভ থেকে সরে আসে বিক্ষোভ কারিরা।
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK… Facebook:- https://www.facebook.com/jagat.chakra… Page:- https://www.facebook.com/Bengal-TV24X… Website:- www.bengaltv24x7.com Mob:- 8777608251