করোনা আক্রান্ত জ্যোতিপ্রিয় মল্লিক, খাদ্যমন্ত্রীকে ভর্তি করা হল হাসপাতালে

মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার আরও এক সদস্য করোনা আক্রান্ত হলেন। কোভিডে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। সল্টলেকের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাবরার বিধায়ক।

জানা গিয়েছে, দু’একদিন ধরেই কোভিডের উপসর্গ দেখা যাচ্ছিল খাদ্যমন্ত্রীর শরীরে। রবিবার রাতে তিনি যান অ্যাপোলো হাসপাতালে। সেখানেই তাঁর কোভিড টেস্ট হয় এবং রিপোর্ট আসে পজিটিভ। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, খাদ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এর আগে রাজ্য মন্ত্রিসভার দুই সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। প্রথমে করোনা সংক্রমণ ধরা পড়ে দমকলমন্ত্রী সুজিত বসুর। শুরুতে বাড়িতে থাকলেও পরে তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি হতে হয়। তারপর কোভিডে আক্রান্ত হন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী স্বপ্ন দেবনাথ। শ্বাসকষ্ট থাকায় তাঁকেও বর্ধমান থেকে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করতে হয়েছিল। যদিও সুজিত বসু ও স্বপন দেবনাথ– দুই মন্ত্রীই কোভিড জয় করে বাড়ি ফিরেছেন।

এমনিতে শাসকদলের জনপ্রতিনিধিদের মধ্যে কোভিড সংক্রমণ সর্বাধিক। অন্যান্য দলের তুলনায় রাজ্যে তৃণমূলের বিধায়করাই বেশি আক্রান্ত হয়েছেন। এর আগে ফলতার বিধায়ক তথা তৃণমূলের কোষাধ্যক্ষ তমোনাশ ঘোষ ও এগারার তৃণমূল বিধায়ক সমরেশ দাসের মৃত্যু হয়েছে করোনায়। তা ছাড়াও শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী, মহেশতলার বিধায়ক দুলাল দাস, চোপড়ার বিঢায্ল রুকবানুর রহমান, জাঙ্গি পাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীর করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল।

৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। চলবে ১০ তারিখ পর্যন্ত। তার আগে আগামী পরশু দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর সমস্ত বিধায়ক, তাঁদের গাড়ির চালক, বিধানসভার কর্মীদের কোভিড টেস্ট হবে। টার আগেই সংক্রামিত হলেন খাদ্যমন্ত্রী