কল্যাণ দত্ত : বর্ধমান :- পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস,ব্লক যুব তৃণমূল কংগ্রেস ,জয় হিন্দ বাহিনী ও সংখ্যালঘু সেলের উদ্যোগে জামালপুর নেতাজী অ্যাথলেটিক ক্লাবের ময়দানে এক বিরাট কম্বল প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো । জানা যায় জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান এর প্রচেষ্টায় ১৩টি অঞ্চলের প্রায় ৭০০০জন দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় এদিন। এদিনের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরবিন্দ ভট্টাচার্য, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভূতনাথ মালিক, জয় হিন্দ বাহিনীর সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল সহ আরও অন্যান্য নেতা-নেত্রীরা । এদিনের কম্বল বিতরণ অনুষ্ঠান-এর মঞ্চ থেকে জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান বলেন, আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্রই মানুষের পাশে থাকে ,তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরাও আজ জামালপুর ব্লকের ১৩টি অঞ্চলের দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ করলাম। এদিনের মঞ্চ থেকে দিল্লিতে কৃষকদের উপর অত্যাচারের তীব্র নিন্দাও করেন তিনি । অপরদিকে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভূতনাথ মালিক জানান, সারা বছরই আমরা বিভিন্ন সামাজিক কর্মযজ্ঞ করেই থাকি, আজও তাই তীব্র শীতের হাত থেকে কিছুটা রক্ষা দিতে জামালপুর ব্লকের দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ করলাম।