কঙ্গনার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা, ক্ষতিপূরণ চান অভিনেত্রী, দাবি সাংসদের

 ব্যুরো: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ও মহারাষ্ট্র সরকারের মধ্যে এবার শুরু হয়েছে আইনি লড়াই। বেআইনি নির্মাণের অভিযোগে অফিস ভাঙার বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়ে স্থগিতাদেশ পেয়েছেন কঙ্গনা। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে খারাপ কথা বলার জন্য কঙ্গনার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে বলে খবর। তার মাঝেই অফিস ভাঙার জন্য ক্ষতিপূরণ চান অভিনেত্রী, এমনটাই জানালেন রাজ্যসভার সাংসদ রামদাস অঠওয়াল।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বই পুলিশ কঙ্গনার বিরুদ্ধে হওয়া অভিযোগের কথা স্বীকার করে নিয়েছে। বুধবার বিকেলে উদ্ধব ঠাকরের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন কঙ্গনা। সেখানে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে ‘তু’ বলে সম্বোধন করেন। এর ভিডিওতে মুখ্যমন্ত্রীর সম্মানহানি করা, খারাপ ভাষায় কথা বলা, মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়া প্রভৃতি অভিযোগ করে কঙ্গনার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর বম্বে হাইকোর্টে সেই মামলার শুনানি হওয়ার কথা।

এর মধ্যেই রাজ্যসভার সাংসদ তথা বিজেপির জোটসঙ্গী রিপাব্লিকান পার্টি অফ ইন্ডিয়ার নেতা রামদাস অঠওয়াল কঙ্গনার সঙ্গে দেখা করতে যান। তারপরে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বুধবার বৃহন্মুম্বই কর্পোরেশনের আধিকারিকরা কঙ্গনার অফিস ভাঙার ঘটনায় তিনি খুব অপমানিত হয়েছেন। সেইসঙ্গে তাঁর অনেক ক্ষতিও হয়েছে। ক্ষতিপূরণ চান তিনি। এই ঘটনায় তাঁর দল কঙ্গনার পাশে রয়েছে বলেই জানিয়েছেন রামদাস।

সাংসদের কথায়, “কঙ্গনা রানাওয়াতের সঙ্গে দেখা করে প্রায় এক ঘণ্টা কথা হয়েছে। আমি ওনাকে বলেছি মুম্বইয়ে ওনার ভয় পাওয়ার কিছু নেই। মুম্বই দেশের অর্থনৈতিক রাজধানী ও এখানে বাস করার অধিকার সবার রয়েছে। আমার দল ওনার সঙ্গে রয়েছে।”

রামদাস আরও বলেন, “কঙ্গনা আমায় জানিয়েছেন, তিনি অপমানিত হয়েছেন। জানুয়ারি মাসে তৈরি করা তাঁর অফিস ভেঙে দেওয়া হয়েছে। তিনি জানতেন না যে বিল্ডার ২-৩ ইঞ্চি বেশি বানিয়েছেন। বিএমসির উচিত ছিল সেই অংশ ভাঙা। কিন্তু ওরা ভিতরের দেওয়াল ও আসবাব ভেঙে দিয়েছে। উনি এর বিরুদ্ধে আদালতে গিয়েছেন। ক্ষতিপূরণ চান উনি।”

বুধবার হিমাচল প্রদেশ থেকে মুম্বইয়ে ফিরেছেন কঙ্গনা। বিএমসির কাজে যে তিনি মোটেই ভয় পাননি তা এই ঘটনার পরে উদ্ধব ঠাকরের উদ্দেশে তাঁর দেওয়া ভিডিও বার্তা থেকেই পরিষ্কার। আবার রামদাস অঠওয়ালের এদিনের মন্তব্য থেকে পরিষ্কার শিবসেনার বিপরীতে বিজেপি ও তাদের সঙ্গীরা কঙ্গনার পাশে রয়েছে। এখন দেখার এই ঘটনা কোন দিকে গড়ায়।