নিজস্ব প্রতিনিধি : কলকাতা :- ওয়েভার স্কিমের তারিখ বাড়িয়ে আঠাশে ফেব্রুয়ারি করা হলো। এদিন কলকাতা পৌরসভার থেকে জানিয়ে দিলেন কলকাতা পৌরসভার প্রশাসক ফিরহাদ হাকিম ।মানুষের সুবিধার্থে এই কাজ করা হলো বলে এদিন তিনি জানিয়েছেন। আম্ফান এবং করোনার সময় অনেকেই টাকা জমা দিতে পারেননি এবং টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা দেখা দিয়েছিল তার জন্য এই বাড়তি সুবিধা করা হলো বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত ১ অক্টোবর থেকে ওয়েভার স্কিমের সুবিধা নিতে পারবেন শহরবাসী। এমনটা আগে থেকেই জানানো হয়েছিল পুরসভা সূত্রে। আপাতত পুরসভার প্রধান কার্যালয়ে ওয়ান উইন্ডো ব্যবস্থা থাকবে। সেখানেই আবেদন জানাতে পারবেন নাগরিকরা। আবেদনের ভিত্তিতে মিলবে কর মকুবের সুবিধা। বকেয়া করের ক্ষেত্রে কয়েকমাস বাড়তি ছাড়ও মিলবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে গত অর্থবর্ষের বাকি পড়ে থাকা সম্পত্তি করের ক্ষেত্রে আগামী ৮ মাসের জন্য বাড়তি ছাড় মিলবে। সেক্ষেত্রে, প্রথম মাস থেকে পঞ্চম মাসের মধ্যে যদি কেউ একলপ্তে কর জমা করেন, তাহলে সুদ এবং পেনাল্টির ক্ষেত্রে ১০০ শতাংশ ছাড় মিলবে। এবং ষষ্ঠ থেকে অষ্টম মাসের মধ্যে একলপ্তে বকেয়া মেটালে ৯৯ শতাংশ জরিমানা এবং সুদের ওপর ৬০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। এমনই প্রস্তাব দেওয়া হয়েছিল রাজ্য সরকারের কাছে। সেই প্রস্তাবে অনুমোদন মিলেছে রাজ্য মন্ত্রিসভায়। এখন তার সময়সীমা বাড়িয়ে করা হলো আঠাশে ফেব্রুয়ারি।