নিজস্ব প্রতিনিধি: আজ কল্যাণী রথ তলা সংলগ্ন এলাকায় এস এম দাস আর্ট এন্ড কালচারাল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী আলো রানী সরকার ও দিব্যেন্দু সরকার সহ বিশিষ্ট সাংবাদিকেরা। এই অনুষ্ঠানের মূল কর্ণধার বিনোদ মল্লিক জানান যেভাবে আমরা কাজ করছি আশাকরি একদিন ঠিক মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং চেষ্টা করব এই শিল্প কর্ম প্রত্যেক মানুষ যারা যারা এখনো পর্যন্ত বঞ্চিত আছে তাদের সেটা তুলে ধরার চেষ্টা করব। বেঙ্গল টিভি 24X7.COM এর কর্ণধার জগৎ রঞ্জন চক্রবর্তী কে সম্বর্ধনা দেওয়া হয়।