কাঁচরাপাড়া 4 নম্বর ওয়ার্ডে এবার রেল প্রশাসনের বিরুদ্ধে বাড়ি ভেঙ্গে দেওয়ার ও উচ্ছেদ করার বিরুদ্ধে বিক্ষোভ করলেন একাধিক পরিবার নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ বেশ কয়েক বছর ধরে কাঁচরাপাড়া 4 নম্বর ওয়ার্ডে স্টেশন সংলগ্ন এলাকায় বাস করে প্রচুর দুস্ত দরিদ্র পরিবার এবার রেল প্রশাসন ও রেল পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষরা তারা অভিযোগ করে রেল পুলিশ এসে তাদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে এবং উচ্ছেদ করে দেওয়ার কথা বলছে। তারা আরও অভিযোগ করছে আমরা এখান থেকে উঠিয়ে দিলে কোথায় থাকবো দীর্ঘ দিন ধরে বসবাস করছি।আমাদের বিনা কারণে কেস দিচ্ছে রেল পুলিশ অভিযোগ এলাকাবাসীর। You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK… Facebook:- https://www.facebook.com/jagat.chakra… Page:- https://www.facebook.com/Bengal-TV24X… Website:- www.bengaltv24x7.com Mob:- 8777608251