নিজস্ব প্রতিনিধি :- এদিন বেহালা পূর্বের হরিদেবপুরে 122ও 115 নম্বর ওয়ার্ডে ভোটের প্রচার করলেন বিজেপি প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার। এদিন সকাল বেলায় তিনি ভোট প্রচারে বের হন এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন ।প্রথমবার তিনি বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট প্রার্থী হয়েছেন ।আর তার পরেই তিনি জোর কদমে ভোট প্রচারে নেমে পড়েছেন ।রবিবার সকালেও তাকে ভোট প্রচারে দেখা গেল। সাধারণ মানুষ তাকে সাদরে গ্রহণও করে নেয় এবং জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী।