উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতন স্টেশনে অনুব্রত মন্ডল।। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দিলেন উত্তরবঙ্গ সফরে। সেখানে তিনি প্রশাসনিক কাজ দেখবেন এবং উন্নয়নের ধারা কিভাবে উত্তরবঙ্গে প্রশাসনিক স্তরে দেখার জন্যই তার এই সফর বলে জানা গিয়েছে । এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেনে করে উত্তরবঙ্গ সফল করার জন্য আজ অর্থাৎ সোমবার বিকালে ট্রেনে করে যখন জান তখন শান্তিনিকেতনে ট্রেন দাঁড়িয়ে পড়লে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন এসপি নগেন্দ্র নাথ ত্রিপাঠী, বিকাশ রায় চৌধুরী এবং অভিজিত সিনহা । শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ করার জন্যই তারা জড়ো হয়েছিলেন শান্তিনিকেতন স্টেশনে। এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল জানান শুধুমাত্র সৌজন্য সাক্ষাতকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখা করার জন্যই তিনি এখানে এসেছিলেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেন উত্তরবঙ্গে।
#বেঙ্গল #bengaltv24x7 #bengal #bengaltv #শান্তিনিকেতন #অনুব্রত মণ্ডল #শান্তিনিকেতন স্টেশন #shantiniketan #Shantiniketan station #anubrata Mondal #
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK…
Facebook:- https://www.facebook.com/jagat.chakra…
Page:- https://www.facebook.com/Bengal-TV24X…
Website:- www.bengaltv24x7.com
Mob:- 8777608251