উত্তরবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি ভাংচুরের প্রতিবাদে বারাসাতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ : উত্তরবঙ্গে বৃহস্পতিবার দুপুরে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের উপর হামলা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে শুক্রবার দুপুর বারোটা নাগাদ উত্তর 24 পরগনা জেলা সদর বারাসাতে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ করে হিন্দু জাগরণ মঞ্চের কয়েকশো কর্মী-সমর্থক। এদিন বারাসাত হেলাবটতলা থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে তা শেষ হয় চাপাডালি মোরে। সেখানে কিছুক্ষণ পথ অবরোধ করেন হিন্দু জাগরণের কর্মীসমর্থকরা। পরে বারাসাত থানার পুলিশ পৌঁছে অবরোধকারীদের হটিয়ে দেয়। অফিস টাইমে ব্যস্ত সময়ে এই অবরোধ হওয়াতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় বারাসাত জুড়ে। যশোর রোড ও টাকি রোড কয়েকশো গাড়ি আটকে পড়ে এবং চরম দুর্ভোগের মধ্যে পড়েন নিত্যযাত্রীরা।