আমি তৃণমূল ছাড়তে চাই ,ফেসবুকে লিখলেন মিহির গোস্বামী

নিজস্ব প্রতিনিধি : আবারো বিস্ফোরক কোচবিহার দক্ষিণের  বিধায়ক মিহির গোস্বামী ।  ফেসবুকে পোস্ট করে তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক  ছিন্ন করতে চান বলে জানান তিনি ।   এই ঘটনায় স্পষ্ট যে রাজ্যের মন্ত্রী রবীন্দ্র  নাথ ঘোষ বাড়িতে গেলেও সম্পর্কের কোনো উন্নতি হয়নি। 

মিহির বাবু তার ফেসবুক পোষ্টটিটে লিখেছেন, 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে বারবার অবহেলিত ও অপমানিত হয়েছেন।  দলনেত্রীকে এই ব্যাপারে বারবার  জানিয়ে  কোন কাজ হয়নি।   বরঞ্চ রাজ্য নেতৃত্ব তাতে নিরব থেকে প্রচ্ছন্ন  মদত জুগিয়েছেন।  আজ  সহ্যের  সীমা অতিক্রম করার সাথে সাথে অনুভব করছি 22 বছর আগে  যে  দলটির সঙ্গে যোগ দিয়েছিলাম,  আজকের তৃণমূল সেই দল নয় । এই দলে আমার জায়গা নেই ।  তাই আজ এই তৃণমূল কংগ্রেস এর সঙ্গে আমার যাবতীয় সম্পর্ক ছিন্ন করতে চাই । আমি আশা করছি,  আমার দীর্ঘদিনের সাথী বন্ধু ও শুভানুধ্যায়ীরা  আমাকে মার্জনা করবেন। 

  মিহির বাবু  3 রা অক্টোবর তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দেন এবং বিদ্রোহ ঘোষণা করেন।   এরপর  শুরু হয়  মিহির বাবুর  বিজেপিতে যোগদানের জল্পনা।   বিজেপি সাংসদ  নিশিথ প্রামানিকের সঙ্গে দেখা করেন  তিনি।  এর পরেই মিহির বাবুর  বিজেপিতে যোগদানের জল্পনা আরো জোরালো হয় ।  রাজ্যের মন্ত্রী ও কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ  মিহির বাবুর সাথে  দেখা করেন এবং তিনি  তৃণমূলে থাকবেন বলে আশা প্রকাশ করেন । কিন্তু মিহির বাবু নিজের অবস্থানে অনড় থাকেন ।