মালদাঃ– আবারো প্রেম ফিরে পেতে মেয়ের বাড়ির সামনে ধর্নায় বসল যুবক৷ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার পাকুয়াহাট অঞ্চলের কামারডাঙা গ্রামে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ বামনগোলার পাকুয়াহাটের মির্জাপুরের বাসিন্দা সঞ্জয় মণ্ডল৷শনিবার সকাল থেকে কামারডাঙা গ্রামে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেছেন৷ সঞ্জয় মন্ডলের দাবি,প্রায় আট বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক রয়েছে।প্রেমিকার বাড়ি লোকেরা সব কিছু জানার পরেও অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে ৷গত এক মাস ধরে প্রেমিকার সাথে যোগাযোগ করতে দিছে না পরিবারের লোক বলে অভিযোগ সঞ্জয় মন্ডলের৷ যোগাযোগ করতে না পেরে ওই যুবক এদিন প্রেমিকার বাড়ি যান।কিন্তু এরপর তিনি জানতে পারেন প্রেমিকা (মমতা দাস)বিয়ে ঠিক হয়েছে৷ প্রেমিকার বাড়িতে যাওয়া পরে কারো দেখা না মেলায় তিনি প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেছেন৷ ওই যুবকের দাবি তার আট বছরের ভালোবাসা দাম দাও,প্রেমিকাকে বিয়ে করতে চাই ওই যুবক।এই ঘটনাকে ঘিরে এলাকায় চ্যঞ্চল ছরিয়ে পরে।