কল্যাণ দত্ত : বর্ধমান :- পূর্ব বর্ধমান জেলার, জামালপুর ব্লকের শুভ উদ্বোধন হলো আদিবাসী মেলার । মূলত আদিবাসী সংস্কৃতিকেই তুলে ধরতে এই মেলার আয়োজন বলে জানা যায় । দিনভর মেলাপ্রাঙ্গণ মাতছে বিভিন্ন অনুষ্ঠানে। আদিবাসী নাচ গান খেলাধুলো থেকে শুরু করে প্রতিযোগিতাও হচ্ছে উক্ত মেলা প্রাঙ্গনে । মেলা প্রাঙ্গণে রয়েছে আদিবাসী খাবারের স্টল যেখানে উপচে পড়ছে মেলা প্রাঙ্গণে আসা মানুষজনের ভিড়। আজ বৃহস্পতিবার এই আদিবাসী মেলার সূচনা হলো । মেলার শুভ উদ্বোধন করেন, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবু হেমব্রম, সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর সান্যাল, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, উক্ত অঞ্চলের প্রধান মাবিয়া বেগম সহ সদস্য ও সদস্যারা। উদ্বোধনের শুরুতে আগত অতিথিদের চন্দনের ফোটা ও ফুলের স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। আজ থেকে টানা তিনদিন যাবৎ চলবে উক্ত এই মেলা।