আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোলপুরে পাল্টা পদযাত্রা এবং পথসভা।

চলতি মাসের ২০ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহের বোলপুরের পদযাত্রার পরে আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোলপুরে পাল্টা পদযাত্রা এবং পথসভা। এদিনের পদযাত্রায় লোকসংখ্যা ৩লক্ষ শুধু বীরভূমের বলে দাবি করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস এর সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন এই পদযাত্রা বোলপুর টুরিস্ট লজ থেকে জাম্বুনি মোড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথ সভায় ছিলেন বাউল শিল্পী বাসুদেব দাস যার বাড়ি তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মধ্যাহ্নভোজন করেছিলেন এই পদযাত্রায় ছিলেন তিনি। এছাড়াও কৃত্তন শিল্পী, অধিবাসী দের নৃত্য, সমগ্র পদযাত্রার রাস্তাটি দলীয় পতাকা, বেলুন এবং ব্যানারে মুড়ে ফেলা হয়েছিল। এই পদ যাত্রার পরে জামবুনি মোড়ে পথ সভার মূল মঞ্চে বক্তব্য রাখেন তিনি। পুলিশ প্রশাসনের পক্ষ সমগ্র বোলপুর শহর কে নিরাপত্তারচাদরে মুড়ে ফেলা হয়েছিল।