
নিজস্ব প্রতিনিধি : আজ পশ্চিমবঙ্গের সমস্ত জনগণকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনলো রাজ্য সরকার । আজ নবান্নের সভা কক্ষ থেকে একথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পরিবার পিছু একটি করে স্মার্ট কার্ড পাবেন । 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করাতে পারবেন সেই কার্ডের মাধ্যমে তারা।
মুখ্যমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্যসাথীর অধীনে আগে থেকেই রাজ্যের 7.5 লক্ষ মানুষ ছিলেন। যারা অন্য কোন স্বাস্থ্যবীমার সুযোগ পান না কেবলমাত্র তাদেরকে এই প্রকল্পের আওতায় আনল রাজ্য সরকার । এই প্রকল্পের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে প্রতিটি পরিবার । পরিবারের সব থেকে বয়স্ক মহিলা সদস্যের নামে দেওয়া হবে এই কার্ডটি । এই কার্ডটি র মাধ্যমে রাজ্যের প্রায় পনেরশো বেসরকারি হাসপাতালে ক্যাশলেস পরিষেবা পাওয়া যাবে । এছাড়াও দিল্লির এইমস এবং ব্যাঙ্গালোরের সিএমসি হাসপাতালে কার্ডটি ব্যবহার করে পরিষেবা যাবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী আরো বলেন, 1লা ডিসেম্বর থেকে “দুয়ারে দুয়ারে সরকার” নামে যে অভিযান শুরু হচ্ছে সেখানেই নাম নথিভুক্ত করতে পারবেন সাধারণ মানুষ । কেবলমাত্র যারা কোন সরকারি স্বাস্থ্য বীমার অধীনস্থ নন কেবল তারাই এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন । মাননীয় মুখ্যমন্ত্রী আরো জানান এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য সরকারের বার্ষিক 2000 কোটি টাকা অতিরিক্ত খরচা হবে।