নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : রবিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। ধৃতদের নাম শমসের আলী ও সাহা বালি। দুজনেই বিহারের ডালখোলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র,সাত রাউন্ড কার্তুজ,নগদ প্রায় সাত লক্ষ টাকা। এর পাশাপাশি মাদক উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে আসা হয়েছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছেন পুলিশ। ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। প্রসঙ্গত কয়েকদিন আগেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশের অভিযানে প্রচুর অস্ত্র ও কার্তুজ সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। এবং ফের আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ।