আগামী ৪৮ ঘণ্টায় ভারী দুর্যোগ দক্ষিণবঙ্গে, ঝোড়ো হাওয়ার দাপট কলকাতা-হাওড়া-হুগলিতে

মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হয়নি। আংশিক মেঘলা রয়েছে আকাশ। তবে কোনও স্বস্তির পূর্বাভাস দেয়নি আলিপুর। বরং আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় ভারী দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। আজ দুপুরের পর থেকে বাড়বে বৃষ্টির তীব্রতা। দুর্যোগ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হয়েছে আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তিশালী হবে। তার প্রভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় এলাকা এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উপকূলীয় জেলায় হাওয়ার গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিলোমিটার। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগ ঝোড়ো হাওয়া বইতে পারে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা থাকায় বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। তবে ভারী দুর্যোগের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলায়। অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি—–এই সব জেলাতেই বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বাকি জেলায় বিশেষ করে কলকাতা, হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্ত ভাবে দু-এক পশলা বৃষ্টি হবে। বইবে ঝোড়ো হাওয়াও। বুধবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে। আগামী ৪৮ ঘণ্টার জন্য দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। মূলত মঙ্গলবার বিকেল থেকে দুর্যোগ শুরু হবে দক্ষিণবঙ্গে। বুধবার এবং বৃহস্পতিবার দুর্যোগের মাত্রা বাড়বে। মঙ্গলবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় শুরু হবে ঝোড়ো হাওয়ার দাপট।

দিঘা, মন্দারমনি, সাগরদ্বীপ-সহ একাধিক উপকূলীয় এলাকায় জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা, হাওড়া এবং হুগলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। আগামীকাল বুধবার ভারী থেকে অতি ভারী অতিভারী বৃষ্টির সর্তকতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় আজ-কাল-পরশু বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। থাকবে ঝোড়ো হাওয়ার প্রভাব।

আজ সারাদিন কলকাতায় মেঘলা আকাশ থাকবে। দুপুরের পর থেকে শহরে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২৯.৬ মিমি। আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আলিপুর।

আগামী কয়েকদিন বৃষ্টি হবে ওড়িশা উপকূলেও। সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। পশ্চিমবঙ্গ এবং পড়শি রাজ্য ওড়িশা, দুইয়ের ক্ষেত্রেই নিম্নচাপের সবচেয়ে বেশি প্রভাব থাকবে উপকূলীয় অঞ্চলে। কেবল দক্ষিণবঙ্গ নয় বুধবার অর্থাৎ আগামীকাল উত্তরের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।