
এ বারের আইপিএল-এ খেলবেন কি না তা নিয়ে ‘ধীরে চলো’ নীতি নিচ্ছেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট। টি টোয়েন্টি বিশ্বকাপ এ বছর আর হচ্ছে না। ফলে সেই সময়ে আইপিএল হওয়ার সম্ভাবনা বাড়ছে।
করোনা-উদ্ভুত পরিস্থিতিতে আইপিএল হয়তো চলে যাবে বিদেশে। মেগা টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে এগিয়ে সংযুক্ত আরব আমিরশাহি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনও অবশ্য সরকারি ভাবে জানায়নি আইপিএল-এর ভেন্যু। তবে আমিরশাহিতেই আইপিএল হওয়ার সম্ভাবনা বেশি। এর আগে শোনা গিয়েছিল, শ্রীলঙ্কা বা নিউজিল্যান্ডেও হতে পারে আইপিএল।
মেগা টুর্নামেন্টে যোগ দেওয়া প্রসঙ্গে বোল্ট বলছেন, ‘‘আমি আগে সঠিক ব্যক্তির সঙ্গে আইপিএল নিয়ে কথা বলব। তার পরে আইপিএল খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে যেটাই করব, সেটা যেন নিজের কেরিয়ার, আমার পরিবার এবং আমার জন্য ভাল হয়।’’
মুম্বই ইন্ডিয়ান্সের প্লেয়ার বোল্ট। তিনি ছাড়াও জিমি নিশাম, লকি ফার্গুসন, কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনারের মতো কিউয়ি তারকা আইপিএল-এ খেলেন।