নিজস্ব প্রতিনিধি : বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী কে বেসরকারী অ্যাপেলো হসপিটাল থেকে সকাল ১১টা নাগাদ ৪দিন পর ছুটি দিলেন। গত ২৭ তারিখ পুনরায় বুকে ব্যাথা ও শরীরে অস্বস্থি অনুভব করেন দাদা। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় অ্যাপোলো হসপিটালে। ২৮ তারিখ চিকিৎসক দেবী শেঠির তত্যাবধানে সৌরভ গাঙ্গুলির শরীরে আরও দুটি স্টেন্ট বসানো হয়। বছরের দ্বিতীয় দিনে হার্ট অ্যাটাক হয় মহারাজের। সেই সময় অন্য এক বেসরকারী হসপিটালে ডান দিকের আর্টারিতে বসানো হয়েছিল একটি স্টেন্ট। সৌরভের ২৫দিনের মধ্যে ফের দ্বিতীয় বার অ্যাটাক হয়ে বুকে ব্যথা উদ্বেগ সৃষ্টি করে চিকিৎসক মহলে। তবে এখন আরও দুটি স্টেন্ট বসানোর পরে সৌরভের শারীরিক সুস্থতা স্বস্তি দিয়েছে বলেই মত চিকিৎসকদের। আজ মহারাজ বাড়ি ফিরলেও তাকে আগামী ১বছর থাকতে হবে সতর্কতা মেনেই, তবে গুরুত্বপূর্ণ আগামী একমাস বলে মত চিকিৎসকদের। মহারাজ বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে বেহালার সৌরভ ফ্যানস দের পক্ষ থেকে রতন বাবু ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দাদার দীর্ঘায়ু কামনা করেন।