অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি নোটিশ দিলেন বাবুল সুপ্রিয় কে

নিজস্ব প্রতিনিধি : অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি নোটিশ পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কে মানহানির অভিযোগে।   তীব্র আক্রমণ  শানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় দুর্নীতির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে ।   তাড়ি জবাবে আইনি নোটিশ  পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আগামী 72 ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত এর আগেও বাবুলের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । যদিও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।

   “ রাজনীতিতে ওর কোনো অবদান নেই ।  ওর আসল নাম ভাইপো।”     এই ভাবেই কয়েকদিন আগে  সুর   চড়ি ছিলেন বাবুল সুপ্রিয়।    অন্যদিকে দুর্নীতির ব্যাপারে প্রায় প্রতিটি   সভার   থেকে  শাসক দলের  বিরুদ্ধে আক্রমনাত্মক ভূমিকায় দেখা যাচ্ছে  সদ্য বিজেপিতে  আশা শুভেন্দু অধিকারী কে ।