অত্যন্ত বেদনাদায়ক কেকের মতন একজন আর্টিস্ট আজকে নেই।।

অত্যন্ত বেদনাদায়ক কেকের মতন একজন আর্টিস্ট আজকে নেই।।

অত্যন্ত বেদনাদায়ক কেকের মতন একজন আর্টিস্ট আজকে নেই। স্টেজ পারফরম্যান্স সময় গতকাল ব্যাথা অনুভব করেছিল তা সত্ত্বেও দর্শকদের রিকুয়েস্টে গান গেয়েছিলেন হোটেলে গিয়ে তারপর অসুস্থতা পরবর্তীকালে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর বাঁচানো গেল না। পয়লা জানুয়ারি আমার জন্মদিনে চেতলা অগ্রণী তে আসার কথা ছিল। আজ আর তিনি নেই। Kk এর গান নিয়ে কলেজ ছাত্র-ছাত্রীদের একটা উদ্দীপনা ছিল। কেকের পপুলারিটি এতটা বেশি তাই জন্য কালকে প্রচুর ভিড় হয়েছিল কলেজ ছাত্র-ছাত্রীদের। কেএমসি থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল এরপর আর নজরুল মঞ্চে কলেজ প্রোগ্রাম করতে দেয়া হবে না, সেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। কালকে ইয়ং ছেলে মেয়েরা পাগলের মতন করছিল ।আর এসি আমাদের ঠিক ছিল ক্যাপাসিটি যা ছিলো তার চেয়ে বেশি লোক হলে একটু সমস্যা হবেই। একটা লিমিটেশন আছে যেটা 2700 ক্যাপাসিটি সেখানে 7000 হলে নিঃশ্বাস-প্রশ্বাসের একটা সমস্যা হয়। পাঁচিল টপকে গতকাল ছেলেমেয়েরা ভিতরে প্রবেশ করেছে। কন্ট্রোল করা যায়নি মানুষের জন্য। তার মধ্যে পুলিশ লাঠিচার্জ ও করতে পারে না। কেএমডিএ থেকে গতকাল নজরুল মঞ্চে বলা হচ্ছে আর কলেজ প্রোগ্রাম হতে দেয়া হবে না। এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। Kk এর মৃত্যুটা হওয়ার ছিল এটা নিয়ে কোন কন্ট্রোভার্সি করে লাভ নেই। আমি এখন আছি এক মিনিট পর নাই থাকতে পারি।

You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK… Facebook:- https://www.facebook.com/jagat.chakra… Page:- https://www.facebook.com/Bengal-TV24X… Website:- www.bengaltv24x7.com Mob:- 8777608251