অতিরিক্ত শূন্য পদ তৈরি করে নিয়োগ করা হয়েছে কার নির্দেশে। অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হয়েছে এর পেছনে কার হাত রয়েছে। বেনামী চাকরিপ্রার্থীদের কারা নিয়োগ করেছিল প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি। সেই সঙ্গে আজ থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অতিরিক্ত শূন্য পদ মামলার তদন্ত করতে পারবেন। আগামী সাত দিনের মধ্যে কলকাতা হাইকোর্টে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা করতে হবে সিবিআই কে।
You tube :- bengaltv24x7.com https://youtube.com/channel/UCswnizfK…
Facebook:- https://www.facebook.com/jagat.chakra..
Page:- https://www.facebook.com/Bengal-TV24X..
. Website:- www.bengaltv24x7.com
Mob:- 8777608251