অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়।।
নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল ওয়াজ: বসিরহাট মহাকুমার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া গ্রামের ঘটনা । আজ বুধবার সকাল বেলা বছর পঁয়ত্রিশের যুবক রাস্তার ধারে পড়ে ছিলেন তারপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । পুলিশের প্রাথমিক অনূমান ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল বলে মনে হচ্ছে।এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। তার পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানা পুলিশ এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।