।। হালিশহর বাগমরে আয়োজিত হল খুন হয়ে যাওয়া বিজেপি নেতা স্মরণ সভা ।।

নিজস্ব প্রতিনিধি: আজ হালিশহর বাগবোর সংলগ্ণ এলাকায় কিছুদিন আগে হালিশহরে বিজেপি নেতাকে পিটিয়ে খুন এরপর আজ স্বরণসভা করল বিজেপি নেতৃত্ব। উপস্থিত ছিলেন হালিশহরের বর্ষিয়ান বিজেপি নেতা তথা হালিশহর পৌরসভার প্রাক্তন উপ পৌর প্রধান দেবাশীষ দত্ত সহ প্রচুর বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন হালিশহর মন্ডল মন্ডল ওয়ান এর সভাপতি বিশ্বনাথ ধর প্রাক্তন মন্ডল সভাপতি দেবাশিস মজুমদার।