নিজস্ব প্রতিনিধি, বেঙ্গল টিভি : হালিশহরে বিজেপির মন্ডল সভাপতি বিশ্বনাথ ধরের উপস্থিতিতে 6 ও 9 নম্বর ওয়ার্ডে সম্পর্ক যাত্রা শুরু হয়। হঠাৎ মিছিলটি বারেন্দ্র গলির সামনে পৌঁছালে কিছু দুষ্কৃতী মিছিলের উপর হামলা চালায়।
এই আক্রমণের ফলে বিজেপির বেশ কিছু কর্মী আক্রান্ত হয়েছেন। কল্যাণী যে জেএন এম হাসপাতালে গুরুতর আহত অবস্থায় বুথ সভাপতি সৈকত ভাওয়াল ও খোকন দাস কে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা সৈকত ভাওয়াল কে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, খোকন দাসের অবস্থাও সঙ্কটজনক।
তৃণমূল কংগ্রেসের বীজপুর এর চেয়ারম্যান সুবোধ অধিকারী জানান, প্রশাসন তদন্ত করছে দোষীরা অবশ্যই শাস্তি পাবে। এটা কোন পলিটিক্যাল সম্পর্কযুক্ত ঘটনা নয়।
এছাড়াও তৃণমূলের যুব নেতা কমল অধিকারী বলেন যে আমরা আশা রাখি প্রশাসন অবশ্যই দোষীদের শাস্তি দেবে। এই সকল কার্যকলাপ আমরা বরদাস্থ করিনা।
বীজপুর থানার পুলিশ তদন্ত করছেন। আরও জানা গেছে বীজপুর থানার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
বীজপুর এর বিধায়ক শুভ্রাংশু রায় ঘটনাস্থলে উপস্থিত হন, বৃহত্তর আন্দোলনে যাবার কথা ঘোষণা করেন।