।। মাত্র ৩০ টাকায় কোটিপতি ।।

কল্যাণ দত্ত : বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার ভাতারে ৩০ টাকায় লটারি কিনে কোটিপতি হলেন এক ব্যক্তি। জানা যায় ওই ব্যক্তি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। লটারি সেলার একজন মহিলা বলে জানা যায়, যার নাম মেনকা বিবি। ভাতার থানার অন্তর্গত বানেশ্বর গ্রামের বাসিন্দা শেখ রফিকুল ইসলাম বয়স ৫২ বছর, তিনি এই টাকার মালিক হলেন আজ। ভাতারের কিষান মান্ডিতে দীর্ঘ কয়েক বছর যাবৎ মাছ বিক্রি করে দিন গুজরান করতেন তিনি । আর্থিক ভাবে খুবই দুর্বল ছিল সে । মাঝে মধ্যে অল্প সল্প টিকিট কাটতেন সঞ্চিত অর্থ থেকেই। অন্যান্য দিনের মতো আজও রফিকুল একটি ৩০ টাকার বিনিময়ে লটারি টিকিট কাটেন। পরে আজ দুপুর নাগাদ ফোন মারফত জানতে পারেন তিনি ভাগ্যচক্রে প্রথম পুরস্কার স্বরূপ এক কোটি টাকার মালিক হয়েছেন। রফিকুল জানান “খুবই আর্থিক সংকটের মধ্য দিন কাটছিল কখনো ভাবি নি এত টাকার মালিক হব আজকের এই সংবাদে আমি এবং আমার পরিবার ভীষণ খুশি”।