।। বীরভূমের সিউড়ির 60 নম্বর জাতীয় সড়কে বাইকের সাথে চারচাকার মুখোমুখি সংঘর্ষ ।।

নিজস্ব প্রতিনিধি : বীরভূমের সিউড়ির করিধ্যা গ্রামের কাছে 60 নম্বর জাতীয় সড়কে বাইকের সাথে চারচাকার মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত 3 জন ব্যক্তি তাদেরকে স্থানীয় বাসিন্দারা এবং সেখানে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে সিউড়ি থানার পুলিশ যদিও ঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটে সে বিষয়ে এখনও প্রশ্ন নয় বাইকটিকে উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দারা জানান দুবরাজপুর থেকে আসছিল বাইক নিয়ে তিনজন ব্যক্তি এবং মোহাম্মদ বাজারের দিক থেকে চারচাকা আটিয়া ছিল তখনই মুখোমুখি সংঘর্ষ হয় গ্রামের কাছে 60 নম্বর জাতীয় সড়কের ওপর