নিজস্ব প্রতিনিধি : অস্টমঙ্গল করে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন বর। মাঝ রাস্তায় বরের গাড়ি দাঁড় করিয়ে স্ত্রী’কে ছিনতাই করে পালিয়ে গেলেন প্রেমিক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি শহরতলীর সেবাগ্রামের। অন্যদিকে প্রেমিক ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে বরের মোবাইল ছিনতাই বরের পরিবারের অন্য সদস্যদের মারধর এছাড়া সোনার গয়না ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে যে দেখাশোনা এরপর ১০ ডিসেম্বর শিলিগুড়ির গৌরাঙ্গ পল্লীর বাসিন্দা প্রশান্ত সূত্রধরের সঙ্গে বিয়ে হয় জলপাইগুড়ি সেবাগ্রামের এক যুবতির। পেশায় প্রশান্ত বেসরকারি সংস্থার কর্মী। এবং মঙ্গলবার বিকেলে অস্টমঙ্গলের গিঠ খুলতে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। এরপর বৃহস্পতিবার রাতে বউ নিয়ে বাড়ি ফেরার পথে ৭৩ মোড় এলাকায় গাড়ি আটকায় দু’টি বাইক। বাইকে থাকা বেশ কয়েকজন যুবক বরের গাড়ির চাবি ছিনিয়ে নেওয়ার চেস্টা করেন। গাড়িতে ছিলেন বরের দাদা ও বৌদি আর কয়েকজন আত্মীয়। সেই সময় বরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হল। সোনার গয়না এবং মোবাইল নিয়ে পালিয়ে যায় তাঁরা। এদিকে প্রেমিকের বাইকে উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নববধূ। এই বিষয়ে পাত্র প্রশান্ত সুত্রধর বলেন যে আগে থেকে সম্পর্ক ছিল তাহলে কেন বা বিয়ে করল। আমরা এর বিচার চাই। এরপরেই থানায় দারস্থ হয় বর। অন্যদিকে দিকে ওয়েব সিরিজ আরআইপি বেস্ট ইন প্রেমের “টুম্পা” সকলকে দারুণ মজিয়েছে। কিন্তু অন্যের মতো নিজের বৌ যে পালাবে তা কখনোই ভাবতেও পারেনি নতুন বর। তাও আবার বরের সামনে।