।। নদীয়া জেলার কল্যাণীতে শান্তি মহা যজ্ঞ অনুষ্ঠান। নিজস্ব প্রতিনিধি, কল্যাণী : নদীয়া জেলার কল্যাণী যুব তৃনমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় শান্তি মহা যজ্ঞ। অশুভ শক্তির বিনাষ হবে ও শুভ শক্তির প্রতিস্থাপন হবে। বাংলায় বিজেপি নামক অশুভ শক্তির হাত থেকে বাংলাকে মুক্তি দিতে এই শান্তি মহা যজ্ঞ। উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলার যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ মন্ডল, কল্যানীর যুব সভাপতি দেবাশীষ হালদার,পুর প্রশাসক মন্ডলের চেয়ার পার্সেন্ট সুশীল কুমার তালুকদার,বলরাম মাঝি, অরুপ মুখার্জি, বিপ্লব দে সহ একাধিক নেতৃত্ব।