গতকাল যুবমোর্চার উত্তরকন্যা অভিযানে পুলিশের হাতে সক্রিয় বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু ঘটে।মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে উলেন রায়ের আত্মার শান্তি কামনায় এবং তাঁকে শ্রদ্ধা অর্পণ করার জন্য ভাটপাড়া মন্ডল ১,২ এবং ৩ এর পক্ষ থেকে একটি মৌন মোমবাতি মিছিল এর আয়োজন করা হয়। জগদ্দল সার্কাস মোড়ের সামনে থেকে কাঁকিনাড়া বাজার গান্ধী মূর্তির পাদদেশে শেষ হয় এই মিছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি *উমাশঙ্কর* *সিং* মহাশয় ,ভাটপাড়া বিধায়ক শ্রী পবন কুমার সিং