
নিজস্ব প্রতিনিধি : রাজ্য রাজনীতিতে আবার চমক। কেতুগ্রাম সভায় আজ বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি ও দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল বলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২২০টি আসুন না পেলে রাজনীতি ছেড়ে দেবো । একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী কে আক্রমণ করেন তিনি ।কোন পরিস্থিতিতেই এনআরসি হতে দেবেন না বলে ঘোষণা করেন তিনি ।তিনি আরো বলেন সোনারবাংলা বানাবার আগে সোনার ভারত তৈরি করুন এবং প্রশ্ন তোলেন এতদিনে কেন সোনার ভারত করতে পারলেন না। তিনি কৃষি বিল নিয়ে কৃষকদের হেনস্তা হওয়ার ব্যাপারটিও তুলে ধরেন। তিনি বলেন বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন তাই এবার 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২২০টি আসন পাবেই । তিনি আরো বলেন ২২০ টি আসন তৃণমূল কংগ্রেস না পেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।আজকের মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেসের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। তিনি স্বাস্থ্য সাথী প্রকল্পের ভুয়সি প্রশংসা করেন। এদিনের মঞ্চ থেকে দলত্যাগী দের উদ্দেশ্যে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন নেতারা নয় কর্মীরাই শেষ কথা বলবে। তাই যারা দল ছাড়তে চান তারা ছাড়তে পারেন। এতে দলের কোনো ক্ষতি হবে না। এদিনের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তিনি বলেন ,” তৃণমূল যদি এতই খারাপ হয় তাহলে তিনটি দপ্তরের মন্ত্রিত্ব, আঠারোটা চেয়ারম্যানের পদ নিলেন কেন? বাবা এম পি, ভাই বিধায়ক বাড়িতে একটা চেয়ারম্যান এর কি দরকার ছিল? ও বাঁচার জন্য গিয়েছে।” হয়েছে উঠে যাচ্ছে