।। কাঁকিনাড়া রুস্তম ঘুমটি এলাকায় বোমাবাজি।।

নিজস্ব প্রতিনিধি : গতকাল রাতে কাঁকিনাড়া রুস্তম ঘুমটি এলাকায় দুটি বোম পরে। আর এই বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রাত 2:30 টা নাগাদ জগদ্দল থানার পুলিশ বাড়ি থেকে ভাটপাড়া বিজেপি মন্ডলের GS রনবীর সিং ও ভাটপাড়া 19 নং বুথের বিজেপি সভাপতি সুরেশ কৈরিকে গ্রেফতার করে।তারই প্রতিবাদে আজ সকালে জগদ্দল থানায় আসেন ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং। তিনি বলেন যে দুজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ তারা প্রত্যেকেই গতকাল আমার সাথে বুথ মিটিংয়ে ব্যস্ত ছিল। পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দ্রুত নিঃশর্ত মুক্তি না দিলে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দেন বিধায়ক পবন সিং। বিজেপি নেতৃত্তের দাবী বিনা কারণে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বিজেপি কর্মীদের ।