।। এনএইচএম কর্মীদের বিক্ষোভ সিউড়িতে।।

নিজস্ব প্রতিনিধি : চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মঙ্গলবার বীরভূম জেলার এনএইচএম কর্মীরা বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস এর সামনে বিক্ষোভ দেখালেন। বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা একটি স্মারকলিপি জমা দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। তাদের অভিযোগ কোভিড মহামারী চলাকালীন এনএইচএম কর্মীরা দিনরাত এক করে পরিশ্রম করলেও তাদের পর্যাপ্ত বেতন দেওয়া হচ্ছে না এবং তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে কোনো চিন্তা-ভাবনা করা হচ্ছে না রাজ্য সরকারের তরফ থেকে।