নিজস্ব প্রতিনিধি :প্রফেসরদের গ্রুপে কলেজের প্রিন্সিপাল কে অন্ত্যজ শ্রেণী বলে উল্লেখ করায় হাবড়া শ্রীচৈতন্য কলেজ এর ইতিহাসের অধ্যাপক অলক কুমার চক্রবর্তী কে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। অলোক বাবু সম্প্রতি হাবরা শ্রীচৈতন্য কলেজ আর্টস এর প্রিন্সিপল ড. ইন্দ্রমোহন মন্ডল কে অন্তজ শ্রেণী বলে বিদ্রুপ করে একটি মন্তব্য করেন। তার জাতপাত নিয়ে প্রশ্ন তোলেন। ক্ষুব্ধ1 প্রিন্সিপাল ইন্দ্রমোহন হাবড়া থানায় লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগ পেয়ে ইতিহাসের অধ্যাপক অলোক কুমার চক্রবর্তী কে গ্রেফতার করা হয়েছে। তিনি কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পোস্ট করেছিলেন। এই নিয়ে অশোকনগর শ্রীচৈতন্য কলেজ অফ আর্টস & সায়েন্স এ বিতর্ক দেখা দিয়েছে।